শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচে আইসিসির আচরণবিধি লেভেল-১ ভঙ্গ করায় ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে।
আইসিসির আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন তামিম ইকবাল। এছাড়া ম্যাচ চলাকালীন সময়ে তার এমন আচরণ শ্রবণ অযোগ্য ভাষা ব্যবহারের অপরাধও এনেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
একই কারণে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ২০২১ সালের শীর্ষ ১০ ধনী বাংলাদেশি ক্রিকেটার কারা?
শুক্রবার বাংলাদেশের ইনিংস চলাকালে দশম ওভারে আউটের বিপক্ষে করা রিভিউ নাকচ হলে তামিম অসন্তোষ প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তার অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের দেয়া শাস্তি মেনে নিয়েছেন।
লেভেল-১ ভঙ্গ করলে ম্যাচ ফি'র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্টের সাজা ভোগ করতে হয়।
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে ৯৭ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। যদিও সফরকারীদের বিপক্ষে ২-১ এ সিরিজটি জিতে নিয়েছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়।
বাংলাদেশ পরবর্তী সিরিজ খেলবে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। ওই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং কয়েকটি টি-টুয়েন্টি ম্যাচ রয়েছে।