পুনেতে আইসিসি বিশ্বকাপের ম্যাচে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ইনজুরির কারণে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বাদ পড়ায় তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
সাকিব প্রথমে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ইনজুরির কারণে তিনি বাদ পড়েন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
সাকিবের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।
উপরন্তু, তাসকিন আহমেদের পরিবর্তে হাসান মাহমুদকে বেছে নিয়েছে বাংলাদেশ। এর ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে অভিষেক হলো হাসানের।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৫ রান করেছে নেদারল্যান্ডস
আইসিসি বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়া ২০৯ রানের টার্গেট শ্রীলঙ্কার