স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের রেকর্ড জুটিতে প্রথম ইনিংসে ৪৬৮ রান করেছে সফরকারী বাংলাদেশ।
১৭ মাস টেস্ট দলের বাইরে থাকা টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ এই সিরিজে ডাক পেয়েই তুলে নিয়েছেন ক্যারিয়ার সেরা ১৫০ রান। এটি তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি।
নয়ে নামা তাসকিন আহমেদও ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। মিল্টন শাম্বার বলে বোল্ড হবার আগে ১৩৪ বলে করেছেন ৭৫ রান।
আরও পড়ুন: হারারে টেস্ট: লিটন-রিয়াদের দৃঢ়তায় প্রথম দিন শেষে স্বস্তি
তাসকিন আউট হওয়ার পর বিদায় নেন শেষ ব্যাটসম্যান এবাদত হোসেনও। বাংলাদেশের ইনিংস থামে ৪৬৮ রানে। মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ১৫০ রানে।
টেস্টের দ্বিতীয় দিনে দেশের হয়ে নবম উইকেট জুটিতে রেকর্ড ১৯১ রানের পার্টনারশিপ গড়েন মাহমুদউল্লাহ-তাসকিন। এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টে নবম উইকেটে আবুল হাসানকে নিয়ে ১৯৭ বলে ১৮৪ রান করেছিলেন মাহমুদউল্লাহ।
এর আগে প্রথম দিন শেষে আট উইকেটে ২৯৪ রান করেছিল বাংলাদেশ। দিনশেষে মাহমুদউল্লাহ ৫৪ রানে এবং তাসকিন ১৩ রানে অপরাজিত ছিলেন।
পড়ুন: হারারে টেস্ট: শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
প্রথম দিনে শুরুর দুই সেশন জিম্বাবুয়ের রাজত্ব থাকলেও শেষ সেশনে মাহমুদউল্লাহ-লিটনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লিটন সেঞ্চুরির (৯৫) খুব কাছে গিয়ে আউট হলেও মাহমুদুল্লাহ ছিলেন অপরাজিত। সপ্তম উইকেট জুটিতে দুজনের জুটি থেকে আসে ২৫৬ বলে ১৩৮ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৪৩ রান।