আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আফগানিস্তানকে আট উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। গ্রুপ-২ এর দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠলো কিউরা।
এদিকে আফগানদের হারার সাথে সাথে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হলো ভারতেরও।
রবিবার আবুধাবিতে টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমে ট্রেন্ড বোল্ড ও টিম সাউথির বোলিং নৈপুণ্যে আফগানদের ১২৪ রানে থামায় কিউরা। নির্ধারিত ২০ ওভার খেলে আট উইকেট হারিয়ে এ রান করতে সক্ষম হয় মোহাম্মদ নবীর দল।
আফগানদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন নাজিবুল্লাহ জাদরান। এছাড়া গুলবাদিন নায়েব ১৫ রান এবং অধিনায়ক মোহাম্মদ নবী করেন ১৪ রান।
কিউদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ট্রেন্ড বোল্ড। ম্যাচসেরাও হয়েছেন তিনি। এছাড়া ২৪ রান দিয়ে দুই উইকেট নেন টিম সাউথি ও ইশ সোধি ১৩ রান দিয়ে এক উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ১১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় কিউরা।
নিউজিল্যান্ডের হয়ে কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ডেভন কনওয়ে ৩৬ রানে অপরাজিত থাকেন।
আফগানদের হয়ে একটি করে উইকেট নেন রশিদ খান ও মুজিব উর রহমান।
এর আগে গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। আর গ্রুপ-১ থেকে সেমিতে উঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: বিশ্বকাপে ব্যর্থ হয়ে দেশে ফিরল টাইগাররা
হারের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ সফর
ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়