‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান’, যেন ক্রিকেটে বিতর্ক তৈরি করাই তার নেশা। আবারও আলোচনার ঝড় তুললেন তিনি।
শুক্রবার বিশ্ববিখ্যাত এই অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি২০ ক্রিকেট লীগের খেলায় উইকেট পতনের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মারেন। পরবর্তী ওভারে আবারও মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান এবং স্ট্যাম্প তুলে মাটিতে ছুড়ে ফেলেন।
আরও পড়ুন: আইসিসি র্যাংকিং: নেতৃত্বে আছেন সাকিব, বাবর আর বোল্ট
ক্রিকেট ভদ্র লোকের খেলা হলেও, সকল ভদ্রতার বাঁধ যেন আজ ভেঙে যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের।
কিন্তু এত নাটকীয়তার ম্যাচটি অবশ্য জিতে যায় সাকিবের দল মোহামেডান।
আরও পড়ুন: পুত্র সন্তানের বাবা হলেন সাকিব
তবে দিন শেষে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চেয়েছেন সাকিব। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, যারাই আজকের ম্যাচে আমার আচরণ দেখে কষ্ট পেয়েছেন বিশেষ করে ঘরে বসে যারা খেলা দেখেছেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছ থেকে এমনটা মোটেও কাম্য নয়, কিন্তু মাঝে মাঝে প্রতিকুল পরিবেশে এমনটা হতেই পারে। এমন ভুলের জন্য সকল দল, কর্তৃপক্ষ, টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও অর্গানাইজিং কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি ভবিষ্যতে এমন কোন কাজে আমি আর জড়াবোনা। সকলের জন্য ভালোবাসা।’