তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
দুই ওপেনার তামিম ইকবাল (৬২), লিটন দাস (৮১), দুই বছর পর ওয়ানডে দলে ফেরা এনামুল হক (৭৩) এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে থাকা মুশফিকুর রহিমের (৫২) অর্ধশতকে স্বাগতিকদের বড় লক্ষ্য দিল বাংলাদেশ।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তামিম ও লিটন ওপেনিং জুটিতে ১১৯ রান যোগ করেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ঘরোয়া ফর্ম ফিরে পাওয়ার জন্য লড়াই করা এনামুল ফিফটি করেছেন। তিনি ৬৩ বলে ৬ চার ও তিন ছক্কায় ৭৩ রান করেন।
ব্যক্তিগত ৮১ রানের সময় সিঙ্গেল নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন লিটন। পরে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন এ ওপেনার। এরপর মাঠে নামেন মুশফিকুর রহিম। দীর্ঘদিন পর তিনিও ওয়ানডেতে অর্ধশতক করেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৫২ করে অপরাজিত ছিলেন এ অভিজ্ঞ ব্যাটার। অপরদিকে মাহমুদউল্লাহও ১২ বলে ২০ করে অপরাজিত ছিলেন।
আজকের ম্যাচে বাংলাদেশের পেস বোলিং আক্রমণের রয়েছে-তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ১৯টি ওয়ানডের সব ক’টিতেই জিতেছে বাংলাদেশ। এছাড়া টাইগাররা দেশে ও বিদেশে তাদের শেষ সাতটি ওয়ানডে সিরিজের ছয়টি জিতেছে।
তবে এই ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছে।ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দল হলেও দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, নিজেদের ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারাতে হলে তাদের সেরা ক্রিকেট খেলতে হবে।
পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ