নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে যে পরিবর্তন এসেছে, তাতে ক্লাবগুলোর জয়ের বিকল্প দেখছেন না আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো ‘চোলো’ সিমিওনে। এই আর্জেন্টাইন কোচের মতে, চ্যাম্পিয়ন্স লিগের এই ফরম্যাট ক্লাবগুলো জিততে বাধ্য করছে।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ সিভিতাস মেত্রোপলিতানোয় চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জার্মান ক্লাব লাইপসিগকে আতিথ্য দেয় মাদ্রিদের দলটি। ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়েও হোসে মারিয়া হিমিনেসের শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ।
শিষ্যদের পারফরম্যান্সের ব্যাপারে ম্যাচশেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে চোলো বলেন, ‘ম্যাচটি ভালো ছিল, আমি সন্তুষ্ট। ম্যাচটিতে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা হলো, তাতে ফলাফল ড্র হলেও আমি অখুশি হতাম না। নতুন খেলোয়াড়দের নিয়ে সম্পূর্ণ ভিন্ন তরিকায় ম্যাচটি খেলেছি আমরা।’
‘ম্যাচে খেলোয়াড়রা দায়িত্ব অনুযায়ী কাজ সামলেছে, সঠিক সময়ে বলও নিয়ন্ত্রণে নিয়েছে, আর আমি এভাবেই পরিকল্পনা করেছিলাম। ম্যাচের ৮০ শতাংশই আমরা নিয়ন্ত্রণ করেছি।’
আরও পড়ুন: ভালো খেলার চেয়ে ম্যাচ জেতা বেশি গুরুত্বপূর্ণ: আনচেলত্তি
চলতি মৌসুম থেকে ইউরোপের সেরা টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ের খেলায় পরিবর্তন এনেছে উয়েফা। গ্রুপপর্বের পরিবর্তে এখন থেকে ৩৬টি দল একে অপরের সঙ্গে লিগ খেলবে, যেখানে পয়েন্ট টেবিলের প্রথম আট দল সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেবে। পরের ১৬টি দল থেকে আট দল দুই লেগের প্লে-অফ খেলে নকআউটে যাবে এবং শেষের দলগুলো সরাসরি বাদ পড়বে।
ফলে সরাসরি নকআউটের টিকিট পেতে প্রতিটি ম্যাচ থেকেই যে পূর্ণ তিন পয়েন্ট পেতে চাইবে দলগুলো, তা-ই ঝরল সিমিওনের কণ্ঠে।
‘এই (নতুন) ফরম্যাট আমাদের জিততে বাধ্য করছে। আপনি যদি ড্রও করেন, সে ক্ষেত্রেও (প্রতিপক্ষ দলগুলোর চেয়ে) পিছিয়ে পড়তে পারেন। ফলে প্রত্যেক ম্যাচেই জয় পেতে প্রতিটি দলকে মরিয়া হয়ে খেলতে হবে।’
আরও পড়ুন: শুরুতেই লাল কার্ড, হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার
ঘরোয়া ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে চলতি মৌসুমে এখনও অপরাজিত আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় পঞ্চম রাউন্ডের খেলা শেষে তিনটি জয় ও দুটি ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। গতরাতে লাইপসিগকে হারিয়ে চলতি মৌসুমে অপরাজেয় যাত্রা অব্যহত রেখেছে সিমিওনের শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরবর্তী ম্যাচ আগামী ২ অক্টোবর। বাংলাদেশ সময় রাত ১টায় পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে খেলতে যাবে আতলেতিকো মাদ্রিদ। ২২, ২৬ ও ২৯ সেপ্টেম্বর লা লিগায় যথাক্রমে রায়ো ভায়েকানো, সেল্তা ভিগো ও নগর প্রদিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।