দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামানের ফিফটির ওপর ভর করে পাকিস্তান ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে।
এর আগে টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া।
পাকিস্তান প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৭১ রান করে। গত পাঁচ ম্যাচে চারটি অর্ধশতক করা অধিনায়ক বাবর আজম ৩৪ বলে ৩৯ রান করেন।
অ্যাডাম জাম্পার বলে বাবর ক্যাচ আউট হওয়ার আগে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ৪৭ রান করে। বিশ্বকাপে পাকিস্তান পাওয়ারপ্লেতে মাত্র দুইবার উইকেট হারিয়েছে।
মোহাম্মদ রিজওয়ান এই ম্যাচে ৪১ বলে ৫০ রান পূর্ণ করেন। এই বিশ্বকাপে এটি ছিল রিজওয়ানের তৃতীয় হাফ সেঞ্চুরি। সেই সাথে, ইতিহাসের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বর্ষপঞ্জিকায় ১০০০ রানের মাইলফলক স্পর্শ করছেন রিজওয়ান।
তিন চার ও চারটি ছক্কায় ৫২ বলে ৬৭ রানে মিচেল স্টার্কের বলে রিজওয়ান ঝড় থামে।
রিজওয়ান আউট হওয়ার পরের ওভারে প্যাট কামিন্সের বলে গোল্ডেন ডাকের শিকার হন আসিফ আলী।
কামিন্সের করা ১৯তম ওভারে পাকিস্তান মাত্র তিন রান তুলতে সক্ষম হয়। ফখর জামান শেষ ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে দুটি ছক্কা মারেন। ২০ ওভার শেষে চার উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৭৬ রান।
শেষ ওভারে দুই ছক্কা হাকিয়ে ফখর ফিফটি পূর্ণ করেন এবং ৩২ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক দুটি এবং কামিন্স ও জাম্পা একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়
ক্ষুদে ক্রিকেটার সাদিদের দায়িত্ব নিলেন বরিশাল জেলা প্রশাসক