বাংলাদেশের হয়ে আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না বলে জানিয়েছেন তামিম ইকবাল। তবে তিনি ক্রিকেটের এ সংস্করণ থেকে অবসর নিচ্ছেন না বলেও জানান।
তিনি বলেন, ‘আশা করি আগামী ছয় মাস দলের আমাকে প্রয়োজন হবে না। তারা টি-টোয়েন্টিতে এত ভালো খেলছে যে আমাকে প্রয়োজন হবে না। তবে যদি দলের প্রয়োজন হয় তাহলে ক্রিকেটীয় দিক থেকে আমি চিন্তা করব। তবে বিতর্কের কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘আমি বিসিবি সভাপতি ও অন্যান্য বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আমি ওয়ানডে ও টেস্টে বেশি গুরুত্ব দেব।’
বৃহস্পতিবার চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তামিম। চলমান বাংলাদেশ প্রিয়িয়ার লিগে (বিপিএল) মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলতে বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বন্দর নগরী চট্টগ্রামে আছেন।
আরও পড়ুন: বিপিএল ২০২২: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ২য় জয়
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, তামিম আর টি-টোয়েন্টি খেলতে আগ্রহী না।
চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে দুই অর্ধশতক করেছেন তামিম। তবে পরের দুই ম্যাচে তেমন ভালো করতে পারেননি বাঁহাতি এ ব্যাটার।
বাঁহাতি এ ওপেনার ৭৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে এক শতক ও সাত অর্ধশতকে ভর করে এক হাজার ৭৫৮ রান করেছেন। তার স্ট্রাইক রেট ১১৭ দশমিক ২।
৩২ বছর বয়সী তামিম ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। তিনি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ঐতিহাসিক সিরিজও খেলেননি। এছাড়া বিশ্বকাপেও দলের বাইরে ছিলেন তামিম।
আরও পড়ুন: টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিবের ৪০০ উইকেট