রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী শিরোপা জিতে নেয়ায় বাংলাদেশ মহিলা দলের সকল খেলোয়াড়, কোচ এবং ম্যানেজারকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
কৃষ্ণা সরকার দু’টি আর শামসুন্নাহারের গোলে শিরোপা জয় করে বাংলাদেশ।
পড়ুন- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে বাংলাদেশের শিরোপা জয়
বদলি খেলোয়াড় হিসেবে নেমে ম্যাচের ১৪ মিনিটের মাথায় গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না চোট পেয়ে মাঠ ছাড়ার পর তার বদলে মাঠে নামেন শামসুন্নাহার। খেলার ৪১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রানী সরকার।
অনিতা বাসনেট নেপালের হয়ে একটি গোল করেছিল, কিন্তু সেটা খুব কম, অনেক দেরি হয়ে গিয়েছিল। এই জয়ের মধ্যদিয়ে ভারতের আধিপত্যকে ছিন্নভিন্ন করে বাংলাদেশ।
আরও পড়ুন- সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনাল: নেপালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ