নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচ মঙ্গলবার ২৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
বৃষ্টির কারণে ডিএল মেথডে ১৬ ওভারে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭১। তবে সফরকারীরা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে।
বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার সর্বোচ্চ ৫১ রান করেন। ২৭ বলে খেলা তার ইনিংসটি ৩টি বিশাল ছক্কা ও ৫টি চারে সাজানো। এছাড়া মোহাম্মাদ নাঈম ৩৫ বলে ৪টি চারে খেলেন ৩৮ রানের ইনিংস। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ২১ রান। ১২ বল মোকাবিলায় ৪টি চারে এই রান করেন রিয়াদ।
কিউইদের পক্ষে এডাম মিলনে, হামেশ বিনেট ও টিম সাউদি ২টি করে এবং গ্লেন ফিলিপস ১টি উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে। এরপর দ্বিতীয় দফা বৃষ্টি শুরু হয়। এর আগে ১২.২ ওভারে নিউজিল্যান্ডের রান যখন ৪ উইকেটে ১০২, তখন প্রথম দফা বৃষ্টি শুরু হয়।
নিউজিল্যান্ডের পক্ষে ফিলিপস মাত্র ৩১ বলে ২টি ছয় ও ৫টি চারে ৫৮* এবং ড্যারেল মিচেল ১৬ বলে ৬টি চারে খেলেন ৩৪ রানের অপরাজিত ইনিংস।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান ২টি, সাঈফউদ্দিন, তাসকিন ও শরিফুল ১টি করে উইকেট লাভ করেন।
এই জয়ের ফলে ৩ ম্যাচের টি২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিল স্বাগতিকরা।
প্রসঙ্গত, প্রথম টি২০ ম্যাচে ৬৬ রানের বিশাল ব্যবধানে হেরে টি২০ সিরিজ শুরু করেছে সফরকারীরা।
এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: সিরিজ হারল বাংলাদেশ
বড় হার দিয়ে টি২০ সিরিজ শুরু করল বাংলাদেশ