ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত শচীন টেন্ডুলকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তিনি বর্তমানে মুম্বাইয়ে হোম আইসোলেশনে আছেন।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ ঘোষণা দিয়েছেন শচীন। তবে তার পরিবারের সদস্যরা করোনা নেগেটিভ বলে জানিয়েছেন তিনি।
টুইটারে সাবেক এ ক্রিকেটার বলেছেন, ‘মৃদু উপসর্গের পর আজ আমার করোনা শনাক্ত হয়েছে। তবে বাড়ির বাকিরা করোনা নেগেটিভ হয়েছে। আমি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছি এবং চিকিতসকের পরামর্শ অনুযায়ী সকল সতর্কতা মেনে চলছি।’
২০১৩ সালের অক্টোবরে ২০০ টেস্ট খেলার পর ক্রিকেট থেকে অবসর নেন শচীন। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। ভারতীয় এই ব্যাটসম্যান দুইবার অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেন।
ক্রিকেট ইতিহাসে সর্বাধিক ৩০ হাজারেরও বেশি রানের মালিক শচীন। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ২০০ টেস্ট ম্যাচ খেলেন এবং ১০০টি আন্তর্জাতিক শতক করেন। ৪৬৩টি ওয়ানডে ম্যাচে তিনি ১৮ হাজার ৪২৬ রান করেন। ২০০ টেস্টে করেন ১৫ হাজার ৯২১ রান।