ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা দর্শকদের কোনো ধরনের আপত্তিকর ও বৈষম্যপূর্ণ স্লোগান দেওয়া থেকে বিরতে থাকতে অনুরোধ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এ ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভক্তদের সতর্ক করা হয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ছয়টায় চিলির বিপক্ষে মাঠে নামবে বর্তমান কোপা আমেরিকা ও বিশ্বচ্যাম্পিয়নরা। রিভারপ্লেটের এস্তাদিও মাস মনুমেন্তালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তার আগে সমর্থকদের এই সতর্কতামূলক বার্তা দিল এএফএ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টের মাধ্যমে ভক্ত-সমর্থকদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, ‘আক্রমণাত্মক বা বৈষম্যমূলক স্লোগান দেওয়া হলে ঘরের মাঠে আয়োজিত আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে দর্শক উপস্থিতি কমানোর শাস্তি দেবে ফিফা।’
আরও পড়ুন: মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাই খেলবে আর্জেন্টিনা
চিলির বিপক্ষে যদি কোনো ধরনের আপত্তিকর বা বর্ণবাদী স্লোগান শোনা যায়, তাহলে আগামী ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বুয়েনস এইরেসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শাস্তি আরোপ করা হবে। তাই আপত্তিকর ভাষা ব্যবহার না দলকে সমর্থন করার ওপর জোর দিয়েছে আর্জেন্টিনা।
গত জুনে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরার পর দলের উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন আর্জেন্টিনা মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। ওই ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে বর্ণবাদী স্লোগান দিচ্ছেন চেলসি মিডফিল্ডার।
ওই ঘটনার পর ফরাসি ফুটবল ফেডারেশনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইংলিশ ক্লাব চেলসি ও ফিফা।
আরও পড়ুন: ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে ১৬তম কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনার রেকর্ড
তবে ব্যাপক সমালোচনার পরও ঘরোয়া ফুটবলে বারবার ওই স্লোগানটি গেয়েছেন দেশটির সমর্থকরা। তাই বিশ্বকাপ বাছাই শুরুর আগেই ভক্তদের সতর্ক করল এএফএ।
ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। চিলি ম্যাচের পর আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কলম্বিয়ার মাঠে খেলতে যাবে বিশ্বচ্যাম্পিয়নরা।