খাতা কলমে দুর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে আজ বিশ্বকাপ যাত্রা শুরু করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
ঘানার বিরুদ্ধে আজ গ্রুপ-এইচের ম্যাচে নামবেন রোনালদো-ব্রুনোরা। বিশ্বকাপে এখনও এক বারও সফল হয়নি পর্তুগাল। এ বারই হয়তো শেষ বিশ্বকাপে খেলতে চলেছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো।
বিশ্বকাপে খেলতে আসার ঠিক আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফুটবল মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন সিআর সেভেন। সদ্য ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন রোনালদোও। ক্লাব ক্যারিয়ার নিয়ে রীতিমতো টালমাটাল চললেও, রোনালদো সেই সব নিয়ে ভাবছেন না। তাঁর ফোকাসে বিশ্বকাপ।
খাতায় কলমে দুর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে নামলেও পর্তুগালের সতর্ক থাকা উচিত। কারণ, এ বারের বিশ্বকাপ ইতোমধ্যেই অঘটন ঘটানো শুরু করে দিয়েছে। এই পোস্টে জানবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন সে সম্পর্কে বিস্তারিত।
পর্তুগাল বনাম ঘানা ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম ঘানা ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম ঘানা লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
ফিফা ফুটবল বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে?
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং অ্যাগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
পর্তুগাল বনাম ঘানা লাইভ ফেইসবুক ও ইউটিউব
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার বনাম ইকুয়েডর ম্যাচ।
আরও পড়ুন: রোনালদোর গায়ে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি
বিশ্বকাপের জন্য পর্তুগাল ও ঘানা সম্ভাব্য একাদশ–
সম্ভাব্য লাইন আপ
পর্তুগাল: (৪-৩-৩): কস্তা (গোলরক্ষক), ক্যানসেলো, দিয়াস, সিলভা, মেন্দেস, ফার্নান্দেজ, কারভালহো, নেভেস, সিলভা, রোনালদো, লেয়াও।
ঘানা: (৪-১-৪-১) আতি জিগি (গোলরক্ষক), বাবা, সালিসু, আমার্টে, ল্যাম্পটে, পাটি, জর্ডান আয়েউ, আন্দ্রে আয়েউ, কুদুস, সুলেমানা, উইলিয়ামস।
মুখোমুখি পরিসংখ্যান
বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের সঙ্গে পাঁচবার খেলেছে পর্তুগাল। এরমধ্যে ৩টি জয় পেয়েছে তারা। একমাত্র হারটি ১৯৮৬ সালে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হারে তারা।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়