ঢাকা টেস্টের চতুর্থ দিন আজ রবিবার ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১১৭ রানে। প্রথম ইনিংসে পাওয়া ১১৩ রানের লিডসহ তারা বাংলাদেশের সামনে মোট লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় ২৩১ রানের। সিরিজ বাঁচাতে এটি টপকানো ছাড়া টাইগারদের সামনে কোনো বিকল্প ছিল না। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: জিততে হলে টাইগারদের প্রয়োজন ২৩১
সৌম্য টেস্টের মেজাজে থাকলেও ক্যারিবীয় বোলারদের ওপর চড়াও ছিলেন তামিম। অনেকটা ওয়ানডের ছন্দে রানের চাকা ঘুরাচ্ছিলেন তারা। দলীয় ৫৯ রানের মাথায় সেই ছন্দে পতন ঘটে। সৌম্য ব্যক্তিগত ১৩ রান করে ক্রেইগ ব্রাথওয়েটের শিকার হন। তারপর নিয়মিত বিরতিতে সাজঘরে আসা যাওয়া করতে থাকেন টাইগার ব্যাটসম্যানরা। প্রায় সবাই রানের খাতা দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে সক্ষম হলেও কেউই জয়ের জন্য বড় জুটি গড়ে তুলতে পারেননি।
শেষের দিকে মিরাজ ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে প্রতিরোধ দাঁড় করান। তাকে যোগ্য সঙ্গ দেন রাহী। তিনি কোনো রান করতে না পারলেও ঠেকিয়ে দেন ১৪টি বল। সেই ফাঁকে মিরাজ মাথা থেকে ঝেরে ফেলেন টেস্টের মেজাজে খেলা। চড়াও হয়ে ৩টি চার এবং দুটি ছক্কা মেরে দেখাতে থাকেন জয়ের আশা। কিন্তু ব্যক্তিগত ৩১ রানের মাথায় জমেল ওয়ারিকানের বলে স্লিপে রাহকিম কর্নওয়েলের হাতে তিনি ধরা পড়লে শেষ হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন। তখন দলীয় সংগ্রহ ছিল ২১৩ রান।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: শুরুতেই জায়েদের জোড়া আঘাত
ঢাকা টেস্ট: তৃতীয় দিন শেষে ১৫৪ রানে এগিয়ে উইন্ডিজ
এর আগে, চট্টগ্রাম টেস্টে পুরো চারদিন রাজত্ব করা টাইগারদের শেষ পর্যন্ত তিন উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয়। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে মিরাজ এবং দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মুমিনুল হকের শতক বিফলে যায় ক্যারিবীয়দের পক্ষে কাইল মায়ার্সের দ্বিশতকের কাছে।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৬১.৩ ওভারে ২১৩ (তামিম ইকবাল ৫০, সৌম্য সরকার ১৩, নাজমুল হোসেন শান্ত ১১, মুমিনুল হক ২৬, মুশফিকুর রহিম ১৪, মোহাম্মদ মিথুন ১০, লিটন দাস ২২, মেহেদী হাসান মিরাজ ৩১, নাঈম হাসান ১৪, তাইজুল ইসলাম ৮ ও আবু জায়েদ চৌধুরী রাহী ০*) রাহকিম কর্নওয়েল ৪/১০৫, জমেল ওয়ারিকান ৩/৪৭ ও ক্রেইগ ব্রাথওয়েট ৩/২৫।
প্লেয়ার অব দ্য ম্যাচ: রাহকিম কর্নওয়েল
প্লেয়ার অব দ্য সিরিজ: এনক্রুমা বোনার
আরও পড়ুন: ঢাকা টেস্টে নতুন মাইলফলক স্পর্শ করলেন মিরাজ
ঢাকা টেস্ট: ১১৩ রানের লিড নিয়ে ২য় ইনিংসের ব্যাটিংয়ে উইন্ডিজ