গ্রুপ পর্বের শেষ দিনে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। ভিনসেন্ট আবুবকরের শেষ মুহূর্তের গোলে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দলটিকে হারের স্বাদ নিতেই হল। অন্যদিকে দুর্দান্ত জয়েরও পরও শেষ ১৬-এ জায়গা করে নিতে পারেনি ক্যামেরুন।
বলের দখল ব্রাজিলের কাছেই ছিল। ২১টি শট ও ৭ টার্গেট শট নিয়ে দলটি বেশ দাপুটে খেলা দেখিয়েছে। এর বিপরীতে ক্যামেরুনের পরিসংখ্যান ছিল ৭ ও ৩। কিন্তু ভিনসেন্টের ৯০+২ মিনিটের গোল এই পরিসংখ্যানের হিসাবে অঘটন ঘটিয়ে দেয়।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
৩৫ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে পারলেও ক্যামেরুনের ডিফেন্স ছিল বেশ দৃঢ়। তা না হলে জয় ব্রাজিলেরই হতে পারত! তবে ভিনসেন্টকে লাল কার্ড নিয়েই মাঠ ছাড়তে হয়। ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে রেফারি তাকে ৯০+৩ মিনিটে গোলের উৎসব পালন করার কারণে লাল কার্ড দেখান। তবে সে যাই হোক, তিনি যে ইতিহাস গড়লেন তাতে কোনো সন্দেহ নেই।
৬ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ১৬ এর খেলায় সোমবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে ক্যামেরুন ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে তৃতীয় অবস্থানে থেকে এবারের বিশ্বকাপ যাত্রার ইতি টানল।
আরও পড়ুন: বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভযাত্রা
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ স্ট্রিমিং: কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২