দুদিন বিরতির পর শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব।
শুক্রবার দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সানরাইজার্সের বিপক্ষে খেলবে মিনিস্টার গ্রুপ ঢাকা।
চট্টগ্রামে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। আসরে এখনও পর্যন্ত তারাই একমাত্র অপরাজিত দল। চট্টগ্রামেরও চার পয়েন্ট রয়েছে। তবে তারা খেলেছে তিন ম্যাচ।
আর বাকি চার দলই দুই পয়েন্ট করে সংগ্রহ করেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। দলটি চার ম্যাচ খেলে এক ম্যাচে জয় পেয়েছে এবং তিন ম্যাচ হেরেছে।
এছাড়া ফরচুন বরিশাল তিন ম্যাচ এবং খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স খেলেছে দুটি করে ম্যাচ।
আরও পড়ুন: দেশের হয়ে ৬ মাস টি-টোয়েন্টি খেলবেন না তামিম
চলমান বিপিএলের আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। তিনি ১২৪ রান করেন।
এছাড়া এ আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম। তিনি দুই ম্যাচ খেলে সর্বোচ্চ সাত উইকেট নিয়েছেন।
বিপিএলের এ আসরে ছয়টি দল অংশগ্রহণ করেছে এবং খেলা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট- এ তিন ভেন্যুতে।