বাংলাদেশের মাঠে বাঘ-সিংহের লড়াই শুরু হবার কথা রবিবার দুপুরে। অনেকদিন পর দেশের মাটিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ দেখার জন্য উদগ্রীব হয়ে আছে ক্রিকেট প্রেমীরা।
কিন্তু এরই মধ্যে সফররত ২ জন লঙ্কান খেলোয়াড় ও ১ কোচের করোনা শনাক্তের খবরে ওডিআই সিরিজের রথের চাকা থমকে গেছে।
আরও পড়ুন: খালেদ মাহমুদ করোনা পজিটিভ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ইউএনবিকে জানান, লঙ্কান ক্রিকেটার ইসুরু উদানা, শিরান ফারনান্দো এবং লঙ্কান বোলিং কোচ চামিন্দা ভাসের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিসিবি কর্মকর্তা জানান, বিসিবি পরবর্তী করোনা টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টার মধ্যেই করোনা টেস্টের রিপোর্ট পাওয়া যাবে।
আরও পড়ুন: আইসিসি র্যাংকিং: নেতৃত্বে আছেন সাকিব, বাবর আর বোল্ট
করোনার থাবায় বর্তমানে অনিশ্চয়তার মধ্যে পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। সিরিজটি চলবে নাকি স্থগিত হবে সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
তবে এ ব্যাপারে কথা বলার জন্য বিসিবির কোনও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের ২ ম্যাচের জন্য দল ঘোষণা, বাদ পড়লেন শান্ত
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি আজ দুপুর ১টায় শুরু হবার কথা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবার কথা ২৫ মে এবং শেষ ও তৃতীয় ম্যাচটি ২৮ মে হবার কথা রয়েছে।