আন্দ্রে ফ্লেচার ও মুশফিকুর রহিমের ব্যাটিং নৈপুণ্যে চট্রগ্রামে চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে খুলনা টাইগার্স।
ম্যাচটি ছিল বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ। এর আগে খুলনা দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে, আর চট্টগ্রাম তিনটি ম্যাচ খেলে দুটিতে জিতেছে।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় খুলনা। চট্টগ্রামকে ২০ ওভারে আট উইকেটে ১৪৩ রানে আটকাতে সক্ষম হয় খুলনা।
চট্টগ্রামের হয়ে আফিফ হোসেন ৩৭ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৪ রান করেন। উইল জ্যাক, নাঈম ইসলাম এবং শরিফুল ইসলাম যথাক্রমে ২৮, ২৫ এবং ১২
রান করেন।
এদিকে খুলনার হয়ে সাবেক শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা চার ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন এবং অন্য পাঁচ বোলারের প্রত্যেকে একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু বিপিএল’র চট্টগ্রাম পর্ব শুরু শুক্রবার
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারায় খুলনা। কিন্তু দ্বিতীয় উইকেটে ফ্লেচার ও রনি তালুকদার ৫০ রান তুলে প্রাথমিক ধাক্কা সামলে নেন। রনি ১৭ রানে আউট হওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে ফ্লেচার ও মুশফিক ৪৬ রান যোগ করেন এবং খুলনাকে ছয় উইকেটে সহজ জয়ের পথ দেখান।
৫৮ রানে ফ্লেচার আউট হলেও মুশফিক চারটি চার ও একটি ছক্কায় ৩০ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। তবে ম্যাচসেরার পুরস্কারের জন্য বেছে নেয়া হয়েছে ৪৭ বলে ৫৮ রান করা ফ্লেচারকে।
চট্টগ্রামের হয়ে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নেন দুটি উইকেট।
আগামী ২৯ জানুয়ারি চট্টগ্রামের মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স এবং একই দিনে খুলনা খেলবে ফরচুন বরিশালের সঙ্গে।