বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) - ২০২৪ এর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার ঢাকায় শিরোপা জয়ের লড়াইয়ে এ সিদ্ধান্ত নেন তিনি।
এর আগের চারটি ফাইনালের দারুণ রেকর্ড নিয়ে কুমিল্লা এবার আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নেমেছে। অন্যদিকে বরিশালের এটি চতুর্থ ফাইনাল হলেও এখনো তারা প্রথম বিপিএল শিরোপা জেতার অপেক্ষায়। (বিপিএলের ইতিহাসে বরিশালের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মাঠে নেমেছে; এটি ফরচুন ফ্র্যাঞ্চাইজির জন্য দ্বিতীয় ফাইনাল।)
আরও পড়ুন : বিপিএল ফাইনালের টিকিট নিয়ে হুড়োহুড়ি
ভিক্টোরিয়ান্সরা তাদের লাইনআপে মুশফিক হাসানের জায়গায় মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে এনেছে। তিনি মাত্রই মাথার চোট থেকে সেরে উঠেছেন। অন্যদিকে ফাইনালে কোনো পরিবর্তন না এনেই মাঠে নেমেছে বরিশাল।
এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠা বরিশালের।
শুরুর দুই ঘণ্টা আগে থেকেই হাজার হাজার দর্শকের ভিড়ে মুখর ছিল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। কুমিল্লা ও বরিশাল উভয়েরই বিপুল সংখ্যক ফ্যান রয়েছে, যা ফাইনালের উত্তেজনা বাড়িয়ে তোলে।
আরও পড়ুন : বিপিএলকে 'সার্কাস' বললেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে