পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার পর আত্মবিশ্বাসী ভারতের বিপক্ষে বুধবার (১১ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।
চেন্নাইয়ে লো স্কোরিং থ্রিলারে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় স্বাগতিকরা। এছাড়া ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হেরেছে আফগানিস্তান।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড় ইংল্যান্ডের
এদিকে ভাইরাসের কারণে শুভমান গিল ভারতের হয়ে ছিটকে পড়েছেন। যার ফলে বাঁহাতি ইশান কিষাণ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস- এর সূচনা করবেন।
অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে।
আফগানিস্তান ধর্মশালা থেকে একই লাইনআপ ধরে রেখেছে এবং আরও ভালো স্কোর করতে বদ্ধপরিকর। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রানে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজাকে নিয়ে সতর্ক থাকবে।
জাদেজা আফগানিস্তানের বিপক্ষে ১০ দশমিক ৮৫ গড়ে ৭ উইকেট ও দিল্লিতে ২০ দশমিক ৭৭ গড়ে ৯ উইকেট নিয়েছেন।
অরুণ জেটলি স্টেডিয়াম টুর্নামেন্টের মাঠটি ব্যাটসম্যানবান্ধব মাঠ হিসেবে প্রমাণিত।
শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। এই রানের জবাবে ৩২৬ রান করে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশকে
বিশ্বকাপ মিশনটা লঙ্কানরা শুরু করল ১০২ রানের বড় ব্যবধানে হেরে। ম্যাচটিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান এটিই।
পিচটি আবার ব্যাটসম্যানদের পক্ষে হবে বলে আশা করা হচ্ছে।
লাইনআপ-
ভারত-
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।
আফগানিস্তান-
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উল-রহমান, নাভিন-উল-হক, ফজলহাক ফারুকী।
আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ