গত বুধবারের প্রথম ম্যাচের মতো আজও স্বাগতিক দলের বোলারদের বিরুদ্ধে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি ক্যারিবিয় ব্যাটসম্যানরা। মিরাজ ও সাবিকদের স্পিন এবং মুস্তাফিজ ও হাসান মাহমুদদের পেস তোপে ৪৩.৪ ওভারে ১৪৮ রানে গুটিয়ে গেছেন তারা।
আরও পড়ুন: সহজ জয়ে সিরিজে শুভ সূচনা বাংলাদেশের
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টার থেকে শুরু হওয়া ম্যাচে ক্যারিবিয় অধিনায়ক জেসন মোহাম্মদ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। উদ্বোধনী ব্যাটসম্যান সুনিল আমব্রিস ও কেজর্ন ওটলি শুরু করেন আস্তে-ধীরে।
পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ১০ রানের মাথায় সুনিল ব্যক্তিগত ৬ রান করে মুস্তাফিজুর রহমান হাতে ক্যাচ দিয়ে ফেরেন। মিরাজ ১৪তম ওভারে হানেন জোড়া আঘাত। শিকার বানান কেজর্ন (২৪) এবং জশুয়া দা সিলভাকে (৫)।
আরও পড়ুন: ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে একাত্মতা জানাল টাইগাররা
তারপর নিয়মিত বিরতিতে সাজঘরে আসা-যাওয়া করতে থাকেন সফরকারীরা। তাদের হয়ে আন্দ্রে ম্যাককার্থি ৩, অধিনায়ক জেসন মোহাম্মদ ১১, কাইল মায়ার্স ০, এনক্রুমা বোনার ২০, রভমন পাওয়েল ৪১, রেমন রেইফার ২, আলজারি জোসেফ ১৭ ও আকিল হোসেন অপরাজিত ১২ রান করেন। অতিরিক্ত হিসেবে আসে ৭ রান।
বাংলাদেশের পক্ষে মিরাজ চারটি, সাকিব আল হাসান ও মুস্তাফিজ দুটি করে এবং হাসান মাহমুদ একটি উইকেট নেন।
আরও পড়ুন: ১২২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, সাকিবের রাজকীয় প্রত্যাবর্তন
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া দলের অন্যতম তারকা ক্রিকেটার সাকিবও আইসিসির নিষেধাজ্ঞা শেষে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক খেলায় ফেরেন।
আরও পড়ুন: ক্রিকেটে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড তৈরিতে নজর তামিমের
সিরিজের প্রথম ওয়ানডে বুধবার অলরাউন্ডার সাকিব ও অভিষেক হওয়া হাসান মাহমুদের বোলিং তোপে মাত্র ১২২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ১২৩ রানের মামুলি লক্ষ্যমাত্রা ছয় উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে টাইগাররা। খরচ করে ৩৩.৫ ওভার।
ম্যাচসেরার পুরস্কার পান সাকিব আল হাসান।
আরও পড়ুন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ জার্সি পরবে টাইগাররা