দুবাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বড় পরাজয়ের মধ্য দিয়ে বৃহস্পতিবার অবশেষে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ সফর।
এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পর্বে এটি বাংলাদেশের টানা পঞ্চম পরাজয়।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৫ ওভারে ৭৩ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ১৯ রানে পাঁচ উইকেট নেন যেটা বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। এছাড়া দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।
আরও পড়ুন: বিশ্বকাপের শেষ ম্যাচে ৭৩ রানে অলআউট বাংলাদেশ
বাংলাদেশের ৭৩ রানের জবাবে অস্ট্রেলিয়া মাত্র ৬.২ ওভার ব্যাট করে এবং ৮২ বল বাকি থাকতে ম্যাচটি জিতে নেয়।
এই বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদের কাছে বোল্ড হওয়ার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ২০ বলে ৪০ রান করেন। এছাড়া বোলার শরিফুল ইসলাম একটি উইকেট নিয়েছেন।
এর আগে পাওয়ারপ্লেতে ৩৩ রানে চার উইকেট হারায় বাংলাদেশ। ম্যাচের প্রথম ওভারেই লিটন দাস গোল্ডেন ডাকের শিকার হলে প্রথম উইকেট হারায় টাইগাররা। পরের ওভারে পাঁচ রানে আউট হউন সৌম্য সরকার। মুশফিকুর রহিম ও আফিফ হোসেনও আবার ব্যর্থ হন ১ ও শূন্য রান করে।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক শামীম হোসেন ১৮ বলে এক চার ও এক ছক্কায় ১৯ রান করেন।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলের বাইরে আছেন সাকিব আল হাসান। এর আগে ইনজুরি নিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ও নুরুল হাসান সোহান বিশ্বকাপ আসর থেকে বাদ পড়েন।
বিশ্বকাপের ব্যর্থতার ক্ষত নিয়ে, চলতি মাসের শেষের দিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।