বাংলাদেশের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে মঙ্গলবার বিকালে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার উইকেটে ৩০০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।
ফাওয়াদ আলম তার দ্বিতীয় টেস্ট অর্ধশতক পূর্ণ করার পর পাকিস্তান ৩০০ রানে ইনিংস ঘোষণা করে। এর আগে পঞ্চম উইকেটে শত রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও ফাওয়াদ আলম। রিজওয়ান ৫৩ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম দুটি, খালেদ আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: আজহার ও বাবরকে ফেরাল বাংলাদেশ
এর আগে মঙ্গলবার সকালে বৃষ্টি না থাকলেও ম্যাচটি ১০টা ৫০ মিনিটে শুরু হয়।
সোমবার দুপুর ২টায় ম্যাচ র্যাফারি তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগে রবিবার দ্বিতীয় দিনের খেলা হয়েছে মাত্র ৬ দশমিক ২ ওভার। এছাড়া প্রথম দিনের খেলাও খারাপ আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হয়।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
আরও পড়ুন: বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনা শনাক্ত