চলমান এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন করেছে।
গত ম্যাচে খেলা দুই ওপেনার এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন একাদশ থেকে বাদ পড়েছেন। তাদের জায়গায় সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সাত উইকেটে হেরে যাওয়া প্রথম ম্যাচে বিজয় এবং নাইম ওপেনিংয়ে ব্যর্থ হয়েছিলেন।
তিন বছর বিরতির পর টি-টোয়েন্টিতে ফিরছেন সাব্বির।
আরও পড়ুন: ২য় ওয়ানডে: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
এই ম্যাচের জয়ী দল এশিয়া কাপের সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। আফগানিস্তান তাদের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে ইতোমধ্যেই পরের পর্বে জায়গা নিশ্চিত করেছে।
বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন
শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিত আসালাঙ্কা, দানুশকা গুনাতিলাকা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, মহীশ তিকশানা, দিলশান মাদুশাঙ্কা, অসিতা ফার্নান্ডো
আরও পড়ুন: এশিয়া কাপ: টসে জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ