টি টোয়েন্টি এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে ৬ উইকেটে হারাল শ্রীলঙ্কা। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। এরপর মাত্র ১৭৩ রানে রোহিত শর্মার দলকে প্যাকেট করে ফেলে।
এরপর লঙ্কানরা ১৭৪ রানের টার্গেট নিয়ে ব্যাট হাতে মাঠে নামে। ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে সাফল্যের চূড়ায় পৌঁছে যায় লঙ্কান বাহিনী।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, দিপক হুদা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদ্বীপ সিং, রবি বিষ্ণয়।
শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস, রাজাপাকসে, দাসুন শানাকা(অধিনায়ক), হাসারাঙ্গা, নিশানাকা, করুনারত্মে, গুনতিলাকা, আসালাস্কা, থিকসানা, মাদুশঙ্কা,আসিথা ফার্নান্দো।
আরও পড়ুন: ভারতকে ৫ উইকেটে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ