বাংলাদেশ ও নিউ জিল্যান্ড টেস্ট সিরিজ চলাকালে প্রচারিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি চ্যানেল একাত্তর টিভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রক্রিয়া শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
গত ৬ ডিসেম্বর প্রচারিত ওই প্রতিবেদনে মুশফিকের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠার পর সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান একাত্তর টিভিকে আইনি নোটিশ পাঠান।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের সিদ্ধান্ত
নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের দাবি জানানো হয়েছে। সেগুলো হলো-
সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রতিবেদনটি অবিলম্বে অপসারণ, ক্ষমা প্রার্থনা সম্বলিত একটি প্রেস রিলিজ প্রকাশ এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবেদককে সতর্ক করা।
লিগ্যাল নোটিশে জোর দিয়ে বলা হয়- একাত্তর টিভির মতো একটি স্বনামধন্য চ্যানেলে এ ধরনের প্রতিবেদন প্রকাশ অপ্রত্যাশিত এবং সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে আউট হন মুশফিক। বোলারের বল ডেলিভারির পর ব্যাট দিয়ে রক্ষা করার পরে আবার তা দূরে ঠেলে দিয়ে তিনি ক্রিকেটীয় আইন লঙ্ঘন করেছিলেন, কারণ ব্যাটসম্যানদের ডেলিভারি খেলার সময় বা পরে বল পরিচালনা করার অনুমতি দেওয়া হয় না। বাংলাদেশের পক্ষে টেস্টে এই ধরনের প্রথম আউট।
একাত্তর টিভির এক প্রতিবেদনে বলা হয়, মুশফিকের আউটের সঙ্গে স্পট ফিক্সিংয়ের সম্পর্ক থাকতে পারে।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: নিউ জিল্যান্ডকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ