শুক্রবার আইসিআরসি এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ও সংঘাতের ফলে ক্ষতিগ্রস্থ দেশগুলো অস্বাভাবিকভাবে প্রভাবিত হচ্ছে। দ্বিমুখী হুমকির কারণে মানুষকে বাসস্থান ছাড়া, খাদ্য উৎপাদন ব্যাহত, সরবরাহ ব্যবস্থা ব্যাহত, রোগের প্রসার এবং স্বাস্থ্যসেবা পরিষেবা দুর্বল হয়ে পড়ছে।
জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির এক গণমাধ্যম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ ইরাক, উত্তর মালি এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বিভিন্ন এলাকায় চালানো গবেষণার ভিত্তিতে ‘হোয়েন রেইন টার্নস টু ডাস্ট’ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
গবেষণাটিতে দ্বন্দ্ব এবং জলবায়ু ঝুঁকির সাথে মানুষের অভিজ্ঞতা, তাদের মোকাবিলা ও মানিয়ে নেয়ার উপায়গুলো এবং পর্যাপ্ত সহায়তার অভাবে কীভাবে তাদের জীবনযাত্রাকে মারাত্মকভাবে পরিবর্তন করছে, জীবিকা নির্বাহে বৈচিত্র্য আনতে বা বাসস্থানহীন হয়ে পড়তে বাধ্য হচ্ছে তা তুলে ধরা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্থ ২০ দেশের মধ্যে বেশিরভাগ দেশ যুদ্ধে লিপ্ত। ২০৫০ সালের মধ্যে ২০ কোটি মানুষের প্রতি বছর আন্তর্জাতিক মানবিক সহায়তার প্রয়োজন হতে পারে। যা এখনকার প্রয়োজনের চেয়ে দ্বিগুণ।