শুক্রবার বিকালে গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা দেলোয়ার হোসেনের টিউলিপ ও স্ট্রবেরি বাগান পরিদর্শন শেষে সংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্থানীয় সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান ও খামার মালিক দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, টিউলিপ বিদেশি ফুল। আজকে বাংলাদেশেও বিভিন্ন রঙের টিউলিপ চাষ হচ্ছে। এটি খুব আনন্দের ও সম্ভাবনার। দেশে এই ফুলের বাজারজাত করতে হবে এবং বিদেশে রপ্তানি করতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।
আরও পড়ুন: কৃষির উন্নতি না হলে মানুষের আয় বাড়বে না: কৃষিমন্ত্রী
দেশে ভুট্টা চাষের অপার সম্ভাবনা রয়েছে: কৃষিমন্ত্রী
দেশে কাজু বাদাম চাষের সম্ভাবনা উজ্জ্বল: কৃষিমন্ত্রী
উদ্যোক্তাদের সরকার কী সহযোগিতা দেবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, করোনা মহামারির ক্ষতি মোকাবিলায় সরকার মাত্র ৪ শতাংশ সুদে কৃষিঋণ দিচ্ছে। তাছাড়া, কিছু চিহ্নিত ফসলেও ঋণ কার্যক্রম চালু আছে। ঋণের পাশাপাশি চাষি, প্রক্রিয়াজাতকারী ও উদ্যোক্তাদের অন্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
‘আমরা চাচ্ছি কৃষির আধুনিকায়ন, বাণিজ্যিকীকরণ ও যান্ত্রিকীকরণ। দেশের মানুষকে আমরা পুষ্টি ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে চাই,’ বলেন মন্ত্রী।
বাংলাদেশ এক সময় খাদ্য ঘাটতির দেশ ছিল জানিয়ে তিনি বলেন, ‘আজ আমরা চালে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। বিদেশ থেকে আর তেমন একটা আমদানি করতে হয় না। তবে শুধু চালে আমাদের স্বয়ংসম্পূর্ণ হলে হবে না। কৃষিতে আধুনিকায়ন করে, প্রক্রিয়াজাতকরণ করে যাতে বিদেশেও রপ্তানি করে কৃষিখাতকে আরও লাভজনক করা যায় সে জন্যে আমরা অনেক অপ্রচলিত ফসলের ওপরও গুরুত্ব দিচ্ছি।’
আরও পড়ুন: খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে মাটির গুরুত্ব অপরিসীম: কৃষিমন্ত্রী
বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতেই ভাস্কর্য ভাঙচুরের ঘটনা: কৃষিমন্ত্রী
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে মাটির গুরুত্ব অপরিসীম: কৃষিমন্ত্রী
ভাস্কর্য ভাঙচুরকারীদের সমূলে উৎপাটন করা হবে: কৃষিমন্ত্রী
বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতেই ভাস্কর্য ভাঙচুরের ঘটনা: কৃষিমন্ত্রী