আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ।
এতে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবনতি হতে পারে।
এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আরও প্রয়োজনীয় নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ২৫ অক্টোবর বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে