চট্টগ্রামের বাঁশখালীর ধানক্ষেতে একটি বন্য হাতির মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ মৃত হাতিটি উদ্ধার করেছে। শুক্রবার সকালে উপজেলার পূর্ব চাম্বল বন বিভাগের পূর্ব পাশে ধানক্ষেতে হাতিটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দেয়া হলে তাদের একটি টিম পূর্ব চাম্বল সাত নম্বর ওয়ার্ডের ছোটবিল এলাকার ধানক্ষেত থেকে মৃত হাতিটি উদ্ধার করে।
জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, কীভাবে হাতিটি মারা গেছে এখন পর্যন্ত নিশ্চিত নই। হাতিটির শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। হাতিটি কীভাবে মারা গেলো তা উদঘাটনে ময়নাতদন্ত করে দেখা হবে।
উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, হাতিটির ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের পর মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলা হবে। ধারণা করা হচ্ছে এটি পুরুষ হাতি। বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর।
এর আগে গত বছরের জুন মাসে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের অইব্যার খীল নামক পাহাড়ি এলাকায় এক বন্য হাতির অস্বাভাবিক মৃত্যু হয়। সম্প্রতি সাতকানিয়ায় ধানক্ষেতে বৈদ্যুতিক তারের ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একটি মৃত মা হাতির মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে বিদ্যুতায়িত করে হাতি হত্যার অভিযোগ