মাঘ মাসের শুরু থেকে পঞ্চগড়ে ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার সকাল ৯টায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শীতে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ বেড়েছে।
কথায় আছে মাঘের শীতে বাঘও কাঁপে। তবে এই মাসেই শীতের তীব্রতা কমবে বলে মনে করছেন আবহাওয়া পর্যবেক্ষকরাও।
এদিকে, রবিবার (১৬ জানুয়ারি) ও শনিবার (১৫ জানুয়ারি) এখানে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে
রাতের বেলা বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে এখানকার মানুষ বিপাকে পড়েছে। রবিবার সকালে সূর্য্যের মুখ দেখা গেছে। তবে মাঝে মধ্যেই মেঘের আড়ালে লুকিয়েছে। শৈত্যপ্রবাহের কারণে হিমেল বাতাসে দিনের বেলাও মানুষকে গরম কাপড় পড়ে বের হতে হচ্ছে। এছাড়া শীতে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ আরও বেড়েছে। একদিকে তাদের আয় রোজগার কমে যাওয়ায় সংসারের ব্যয়ভার বহন করা মুশকিল হয়েছে। অন্যদিকে শীতের তীব্রতা থেকে বাঁচতে গরম কাপড়ের সন্ধানেও ছুটতে হচ্ছে।
জেলার বোদা উপজেলার বোদা পৌরসভার সাতখামার গ্রামের দিনমজুর ফারুক হোসেন বলেন,‘ভাঙা চাটির বেড়ার ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করি। লেপ তোষক নেই। খড় ও চটের বিছানায় থাকি। রাতের বেলা বাতাস একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। আমাদের কষ্ট কেউ বুঝে না।’
একই এলাকার আবুল হোসেন বলেন, ‘দিন আনে দিন খাই। কাজ না পেলে খাবার কোন উপায় নেই। আমরা না পেলাম কম্বল না পেলাম ঘরবাড়ি। কাজ খুঁজবো না মানুষের দ্বারে দ্বারে ধর্ণা দিব। আমাদের কেউ নেই আল্লাহ আছে।’
জেলার সাড়ে তিন লক্ষাধিক শীতার্ত মানুষের মধ্যে জেলা প্রশাসন প্রায় ৩৪ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সাহায্যে এগিয়ে এসেছে।
আরও পড়ুন: টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক জীতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকাল ৯ টায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শৈত্যপ্রবাহ থাকায় ঠান্ডা বেড়েছে। আগামী চার দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আবার কমতে পারে বলে তিনি জানিয়েছেন।
সাগরে নিম্নচাপ, লঘু চাপের কারণে আকাশে মেঘ জমছে। মেঘের কারণে বৃষ্টি হচ্ছে মেঘের কারণে তাপমাত্রা বাড়ছে। আবার মেঘ যখন কেটে যাচ্ছে তখনই তাপমাত্রা কমছে। একারণেই তাপমাত্রা উঠানামা করছে বলে জানান এই আবহাওয়াবিদ।