মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ডিজি খায়রুল ডিজাইমি দাউদের বরাত দিয়ে হারিয়ান মেট্রো পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী রায়হান কবিরকে সিটি সেন্টারের এক বাসা থেকে তুলে নিয়ে যায়।
কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা গত ৩ জুলাই ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রচার করে। এতে রায়হান কবিরসহ বেশ কয়েকজন প্রবাসী কর্মীর সাক্ষাতকার নেয়া হয়। তারা মালয়েশিয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্মীদের প্রতি খারাপ আচরণ করার অভিযোগ করেন।
এ প্রামাণ্যচিত্র দেশটিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং কর্তৃপক্ষ দাবি করে যে এটি তাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
কর্তৃপক্ষ গত কয়েক দিন ধরে ২৫ বছর বয়সী বাংলাদেশি তরুণ রায়হানকে খুঁজছিল। তার বিষয়ে তথ্য দিতে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট গণবিজ্ঞপ্তি জারি করেছিল।
প্রামাণ্যচিত্রের বিষয়ে একটি পুলিশি তদন্তও শুরু হয়েছে।