চলতি বছরের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি ৬-এর কার্যক্রম শুরু: অগ্রগতি, সম্ভাবনা ও অন্যান্য’- শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এমআরটি-৬-এর উত্তরা-আগারগাঁও সেকশনের উদ্বোধন করেন। প্রথমে এই রুটের মাত্র তিনটি স্টেশন জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। পরে উত্তরা-আগারগাঁও রুটের ৯টি স্টেশন পর্যায়ক্রমে চালু হয়।
বর্তমানে মেট্রোরেল সপ্তাহে ছয়দিন সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘন্টা চলে।
আরও পড়ুন: আজ থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল
সেমিনারে ওবায়দুল কাদের ঢাকা শহরের পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না; সব জায়গায় ধূমপান করা যাবে না। নির্ধারিত স্থান নির্দিষ্ট করা দরকার। ঢাকার আশপাশে ইটের ভাটা বন্ধ করতে হবে। আমাদের অস্তিত্বের স্বার্থে আমাদের এটি করতে হবে।’
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান; ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস; বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি; জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহাইড এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ।
আরও পড়ুন: ৩১ মে থেকে সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে ঢাকা মেট্রোরেল
নভেম্বরের মধ্যে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু: ওবায়দুল কাদের