দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এ্যান্ড বার্ন ইন্সটিটিউটে তিনি মারা যান।
এর আগে, শুক্রবার নগরীর আফতাব নগরেরে নিজ বাসায় অগ্নিদগ্ধ হন সাংবাদিক নান্নু।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ শঙ্কর পাল জানান, অগ্নিদগ্ধ সাংবাদিক নান্নু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং সকাল ৮টা ২০ মিনিটের দিকে মারা যান।
আগুনে নান্নুর শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান তিনি।
নান্নুর স্ত্রী জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নান্নু তাদের ছেলে স্বপ্নীলের ঘরের লাইট জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। সেখানেই অগ্নিদগ্ধ হন তিনি।
এর আগে, গত ২ জানুয়ারি ঘরের এসি বিস্ফোরণে মৃত্যু হয় নান্নুর ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস (২৬)।