বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
শুক্রবার (৯ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।
আরও পড়ুন: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ায় ড. ইউনূসকে মোদির অভিনন্দন
শাহবাজ লিখেছেন, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে একটি সৌহার্দ্যপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সাফল্য কামনা করি। আগামী দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা গভীর করতে তার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে মমতার অভিনন্দন