কিশোরীকে অপহরণের পর ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দুই যুবককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। সেইসঙ্গে অপহৃত কিশোরীকে উদ্ধার করে রবিবার (২০ ফেব্রুয়ারি) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা এলাকার এক কিশোরীর সঙ্গে আসিফ নামে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার এক যুবকের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত শনিবার আসিফ বরিশাল নদী বন্দর
এলাকায় এসে ওই কিশোরীর সঙ্গে দেখা করে।
পরে কৌশলে আসিফ ওই কিশোরীকে ভাঙ্গা এলাকার নিজ বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পাশাপাশি সন্ধ্যার দিকে ওই কিশোরীর বাবা-মাকে ফোন করে আসিফ মুক্তিপণ হিসেবে কিছু টাকাও দাবি করে।
আরও পড়ুন: মাগুরায় শপথ শেষে ৩ ইউপি সদস্য গ্রেপ্তার!
এ ঘটনায় ওই রাতেই বিএমপি’র বন্দর থানায় অভিযোগ করে অপহৃতার পরিবার।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া জানান, তথ্য প্রযুক্তির সহয়তায় তার অবস্থান শনাক্ত করে রবিবার ভোর ৫টার দিকে আসিফের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে বন্দর থানা পুলিশ।
একই সঙ্গে অপহরণ, ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগে আসিফ ও তার সহযোগী মো.
সোহেলকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ভিকটিমকে শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ভিকটিমের পরিবার।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার