বগুড়ার শিবগঞ্জ ও বরগুনার আমতলী উপজেলায় বিএনপিসহ সমমনা বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে বুধবার রাতে দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান।
তিনি আরও বলেন, খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: গাজীপুরে বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা
এদিকে বরগুনার আমতলী উপজেলায় বুধবার রাতে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
রাত ৯টা ২২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় বলে স্টেশন অফিসার তালহা জানান।
তিনি বলেন, খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের মধ্যে বুধবার সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশে একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: বনানীতে মিনিবাসে আগুন