রাজধানীতে অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দু’টি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া অবৈধ মানি লেনদেনে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গ্রেপ্তার ৪ জন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মৃত মনসুর আলীর ছেলে মো. মকবুল হোসেন (৫০), বরিশালের মৃত আব্দুল খালেক বিশ্বাসের ছেলে মো. মাসুদ আলম (২৭), নোয়াখালীর মৃত হাজী মো. ইয়াহিয়া মুন্সীর ছেলে এমএম জাকারিয়া (৫৬) এবং বরিশালের মৃত কালাই শিকদারের ছেলে মো. জামাল উদ্দিন (৫৪)।
আরও পড়ুন: কুমিল্লায় আগ্নেয়াস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিআইডির অর্গানাইজড ক্রাইম ডিভিশনের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর শখ সেন্টারে অবস্থিত 'চকবাজার মানি এক্সচেঞ্জ লিমিটেড' ও 'বকাউল মানি এক্সচেঞ্জ লিমিটেড' এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে তাদের কাছ থেকে বাংলাদেশি টাকা ৭৪ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।
এ ঘটনায় পল্টন মডেল থানায় ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩(১) ধারায় উক্ত ৪ জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: সাতক্ষীরায় এলএসডি জব্দ, যুবক গ্রেপ্তার
যশোরে ‘নাশকতার পরিকল্পনায়’ গোপন বৈঠক থেকে জামায়াতের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার