৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নিতে পর্যবেক্ষণ দেয়া সেই বিচারকের ক্ষমতা কেড়ে নিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা: কামরুন্নাহারকে রবিবার (১৪ নভেম্বর) সাড়ে ৯টা থেকে আদালতে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বেগম কামরুন্নাহারকে ফৌজদারী বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট সকাল সাড়ে ৯টার দিকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ১১ নভেম্বর বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে অভিযুক্ত পাঁচ আসামিকে খালাস দেন বেগম কামরুন্নাহার। রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, ‘৭২ ঘণ্টা পর ধর্ষণের আলামত পাওয়া যায় না, পুলিশ যেন ৭২ ঘণ্টা পর কোনো ধর্ষণের মামলা না নেয়।’
আরও পড়ুন: পরীমণির রিমান্ড: নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক
প্রথমবার জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বাংলাদেশি ৪ নারী বিচারক
হত্যা মামলায় চারজনের ফাঁসি: রায় শুনে আদালতে ভাঙচুর, বিচারককে গালাগাল