চাঁদপুরে পুরান বাজারের উত্তাল ঢেউয়ের কারণে রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জেলে ও অন্য ট্রলারের সহায়তায় মাঝিসহ অপর সাতজনকে উদ্ধার করা হয়।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন- সদর উপজেলার চান্দ্রা চৈারাস্তা এলাকার খোকন (২২) ও একই এলাকার মোহসীন (২৫)।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (উত্তর) সহকারী উপ-পরিচালক ফরিদ আহাম্মদ জানান, সন্ধ্যায় আনন্দভ্রমণের উদ্দেশে সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকা থেকে সাত যুবক ও দুই মাঝিসহ একটি ট্রলারে করে চাঁদপুরে মাদরাসা রোডে লঞ্চ ঘাটে যাচ্ছিল। ট্রলারটি পুরানবাজারের দুধ হাটার অংশে আসলে রাত ৮টার দিকে হঠাৎ মেঘনা উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের কবলে পড়ে উল্টে যায়। এ সময় তাদের চিৎকারে আরেকটি ট্রলার এগিয়ে তাদের উদ্ধার করে হরিসভা মন্দির এলাকায় নামিয়ে দেয়। কিন্তু এদের মধ্যে দু’জন নিখোঁজ রয়েছে।
তিনি আরও জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাত সদস্য বিশিষ্ট একটি ডুবুরিদল ঘটনাস্থলে গেলেও নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।’
নৌ-পুলিশের ওসি আবু তাহের ভূঁইয়া জানান, চাঁদপুর নৌ-পুলিশ ও পুরানবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজদের খোঁজার চেষ্টা চলছে।