ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির একটি প্রতিনিধি দল সোমবার তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।
হেইডি হাউতালা এমইপি বাংলাদেশে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সফরে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রধানত বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনা করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে সাম্প্রতিক বৈঠকের পর বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সাংবাদিকদের বলেন, ‘তারা ইইউ এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক অনুসরণ করতে আগ্রহী যা অত্যন্ত দৃঢ়ভাবে বাড়ছে।’
তিনি বলেন, ইউরোপীয় পার্লামেন্টের (এমইপি) সদস্যদের প্রতিনিধি দল বিভিন্ন মন্ত্রী ও অন্যান্য সংস্থার সঙ্গে দেখা করবে।
ইইউ রাষ্ট্রদূত বলেন, উভয় পক্ষই জিএসপি বিষয় নিয়ে আলোচনা করবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিনিধি দল ব্যক্তিমালিকানাধীন কারখানা পরিদর্শন করবে এবং বাংলাদেশের উন্নয়ন প্রত্যক্ষ করবেন।
পড়ুন: ঢাকায় বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ৪ দিনের আসাম সফরে বাংলাদেশ প্রতিনিধিদল