সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও পতনের মুখে পড়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজার। সূচকের পতনের পাশাপাশি উল্লেখযোগ্য হারে লেনদেন কমেছে দুই বাজারেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৩ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৪ এবং বাছাইকৃত ব্লু-চিপ কোম্পানির সূচক ডিএস-৩০ কমেছে ৫ পয়েন্ট।
ডিএসইতে মোট লেনদেন কমে দাঁড়িয়েছে ৩৮১ কোটি টাকায়, যা গতদিন ছিল ৪২১ কোটি টাকা। টানা দুই দিনের পতনে আবারও ইউনিট এবং শেয়ারের লেনদেন নেমে এসেছে ৩০০ কোটিতে, যা গত ১৫ দিনের মধ্যে সর্বনিম্ন।
লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৮, কমেছে ২৩০ এবং অপরিবর্তিত আছে ৬৮ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে এ,বি এবং জেড- তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ছিল তলানিতে।
এর বাইরে ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে মাত্র তিন কোম্পানির। দাম কমেছে ১৬ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির।
ব্লক মার্কেটে মোট ২৩ কোম্পানির ৬৮ লাখ শেয়ার ২২ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে প্রাইম ব্যাংক একাই ১৩ কোটি ৮৪ লাখ টাকায় সর্বোচ্চ ৫৪ লাখ শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করেছে।
আরও পড়ুন: পুঁজিবাজার: সূচকের পতন দিয়েই শেষ হলো সপ্তাহ
গত সপ্তাহজুড়ে টানা পতনের পর কিছুটা সূচক বেড়েছে ঢাকার পুঁজিবাজারের এসএমই সূচকে। সারাদিনের লেনদেনে ৪ পয়েন্ট সূচক বাড়লেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। লেনদেনে অংশ নেওয়া ১৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২, কমেছে ১৩ এবং অপরিবর্তিত আছে ৩ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে গতদিন লেনদেনের তলানিতে থাকা শাইনপুকুর সিরামিকসের দাম ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে উঠে এসেছে শীর্ষে। অন্যদিকে সাড়ে ৬ শতাংশ দর হারিয়ে তলানিতে সুরইউদ ইন্ডাস্ট্রি লিমিটেড (Shurwid Industries Limited)।
চট্টগ্রামেও পতন
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক কমেছে ২২ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ২১৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১, কমেছে ১১১ এবং অপরিবর্তিত আছে ৪৩ কোম্পানির শেয়ারের দাম।
সূচক কমার পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেনও কমেছে সিএসইতে। সারাদিনে সিএসইতে মোট ৩ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৫ কোটি ১৬ লাখ টাকা।
সিএসইতে ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড। অন্যদিকে ৯ দশমিক ৭৯ শতাংশ দর হারিয়ে তলানিতে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি।
আরও পড়ুন: পুঁজিবাজারে পতন দিয়ে শুরু রমজানের লেনদেন