চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইসলামি ব্যাংকের শাখা থেকে ১০ লাখ টাকা চুরির অভিযোগে এক যুবককে মারধর দিয়ে পুলিশে সপোর্দ করে ব্যাংকের লোকজন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ইসলামি ব্যাংক আলমডাঙ্গা শাখায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম উজ্জল হোসেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনার দুধপাতিলা গ্রামের নুরু বাঙ্গালের ছেলে।
এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক (অপারেশন) মো. মোমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ঝিনাইদহে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১
এবিষয়ে ব্যাংকের সহকারী কর্মকর্তা কায়সার আলম বলেন, ক্যাশ সেকশনে হঠাৎ লাল গেঞ্জি পরা অপরিচতি যুবককে দেখে আমাদের সন্দেহ হয়। ভালোভাবে লক্ষ্য করে দেখি তার কাছে টাকার বান্ডিলের ছোট ব্যাগ রয়েছে। এ সময় সে পালানোর চেষ্টা করে। কিন্তু আমরা তাকে ধরে ফেলি। পরে ব্যাংকে উপস্থিত গ্রাহকরা তাকে মারধর করে। তাৎক্ষণিক আমরা পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিই।
ইসলামি ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক ওয়াদুদ আলী জানান, কর্মকর্তারা সবাই কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে যুবকটি ক্যাশ সেকশনে ঢুকে টাকা নিয়ে দ্রুত বের হতে চেষ্টা করে। তখন কর্মকর্তারা তাকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ব্যাংকের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।