নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে দশজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শালমদী এলাকায় বাতেন ও মোসলেম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মোসলেম বলেন, ‘শালমদী চকের মধ্যে একটি ফসলী জমির ১২ শতাংশ পৈত্রিক ওয়ারিশ সূত্রে তারা রেকর্ডভুক্ত মালিক হয়েছেন। ওই জমিটি বাতেন গং জোর করে দখলে রেখেছেন। শুক্রবার জমিতে চারা গাছ রোপণ করে বাড়ি ফেরার পরই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অর্তর্কিত হামলা চালায়। এসময় তারা শাবল ও লাঠিসোটা দিয়ে এলোপাতারি মারধর করে। এতে আমাদের নারী ও পুরুষসহ পাঁচ ছয়জন আহত হয়েছেন।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
অন্যদিকে আহত বাতেন বলেন, ‘জমিটি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আমার ভোগদখলে রয়েছে। হঠাৎ করে প্রতিপক্ষ রেজাউলসহ তার লোকজন অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। বাধা দিলে তাদের লোকজন আমাদের লোকজনকে বেধড়ক মারধর করে। এতে অন্তত ছয়-সাতজন গুরুতর আহত হয়েছেন।’
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসক জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহত ছয়জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন: পুলিশ-বিএনপি সংঘর্ষ: নারায়ণগঞ্জে ৭১ জনের নাম উল্লেখ করে মামলা