চট্টগ্রামের পটিয়ায় ইফতার পার্টিতে দাওয়াত না পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় ছেলেসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ানম্যানকে আটক করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম (৫০) ও তার ছেলে মুসফিক উদ্দিন ওয়াসি (২৭)।
আরও পড়ুন:ইউএনও’র বাসায় হামলা: ১২ আ’লীগ নেতাকর্মীর জামিন
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার ঘটনায় হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম ও তার ছেলে ওয়াসিকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
ভুক্তভোগী আওয়ামী লীগ নেতার ভাই তাপস কান্তি গুহ জানান, তার ভাইয়ের মাথা ফেটে যাওয়ায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। এছাড়া দুই হাত ভেঙে গেছে, ডান পা জখম হয়েছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ইউপি নির্বাচনের সহিংসতা: মানিকগঞ্জে আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার
উল্লেখ্য,পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ব্যানারে নাম না থাকা ও ইফতার অনুষ্ঠানে দাওয়াত না দেয়ার কারণে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জিতেন কান্তি গুহকে শুক্রবার বিকালে লাঞ্চিত করে প্রকাশ্যে রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে মারধর করে চেয়ারম্যান বিএম জসিমের লোকজন। পরে জিতেন গুহ’র হাত পিছমোড়া করে বাঁধা, পরনে জামা নেই, রক্তাক্ত এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওঠে নিন্দার ঝড়।