নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে শনিবার সকালে বাংলাদেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উদ্বোধন করেছেন শেখ হাসিনা।
এবারের কাউন্সিলের প্রতিপাদ্য হচ্ছে- বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন যাত্রা।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর ৩০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ডেথ রেফারেন্স উপস্থাপন করেন। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম।
বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে কাউন্সিলটি একটি সাধারণ পদ্ধতিতে সাজানো হয়েছিল। আগের কাউন্সিল দুই দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এবার কাউন্সিল খরচ কমাতে একদিনের আয়োজন করে। দলের ২১তম কাউন্সিল ২০১৯ সালের ২০ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: যেকোনো সংকট এড়াতে খাদ্য উৎপাদন বাড়ান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমরা বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা