চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরিধান করে পশু বেচাকেনার জন্য হাটে আগত জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে ইউএনডিপি ও বাংলাদেশ স্কাউটস।
সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণের জন্য ১৯ থেকে ২১ জুলাই ঢাকার বৃহৎ চারটি পশুর হাট যথাক্রমে গাবতলী, ধূপখোলা, আফতাব নগর উত্তর ও দক্ষিণ বাজারে এই কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুনঃ পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা: মেয়র আতিক
হাটগুলোতে মোট ১১টি বুথ স্থাপন করে পশুর হাটে আগত জনসাধারণ, ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মাস্ক পরিধানের জন্য বিনামূল্যে মাস্ক বিতরণ শুরু করেছে বাংলাদেশ স্কাউটস এর রোভার সদস্যবৃন্দ। একই সাথে এই কর্মসূচি দেশের সাতটি বিভাগীয় শহরে পশুর হাটে বাস্তবায়িত হচ্ছে।
এই কাজে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ( ইউএনডিপি)।
আরও পড়ুনঃ বাংলাদেশে করোনায় একদিনে নতুন মৃত্যুর রেকর্ড ২৩১
বাংলাদেশ স্কাউটস এর সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ বলেন, ‘সরকার ধর্মীয় উৎসবকে সামনে রেখে লকডাউন শিথিল করেছে। তবে মানুষের উচিত সাবধানতা অবলম্বন করা । মানুষ নিজের নিরাপত্তা সম্পর্কে সর্তক না হলে মহামারিতে লড়াই করা কঠিন হবে।‘
আরও পড়ুনঃ করোনা: খুলনায় আরও ৫২ মৃত্যু, শনাক্ত ১১৬৫
ইউএনডিপি এর আবাসিক প্রকৌশলী সুদীপ্ত মুর্খাজি বলেন, ‘আমরা গভীরভাবে বিশ্বাস করি আমাদের সকলের প্রয়োজন বিজ্ঞানসম্মতভাবে উৎসব উদযাপন করা। কেবল সঠিকভাবে মাস্ক পরিধান, শারীরিক দূরুত্ব বজায় এবং ঘন ঘন হাত ধোয়া অনুশীলনের মাধ্যমে সকলকে সুরক্ষিত রেখে ঈদ উদযাপিত হবে।‘