শ্রমিকদের ভুয়া নাম ব্যবহার করে চরম দারিদ্র (ইউজিপিপি) প্রকল্পের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বুধবার রাতে বাংলাদেশ কৃষি ব্যাংকের তিন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ বিভাগের তথ্যমতে জানা যায়, সংস্থাটির সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।
আসামিরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম, ইউজিপিপি প্রকল্পের ট্যাগ অফিসার জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী প্রণবেশ মহাজন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আজিজুল হক, সাবেক কর্মকর্তা সুজিত কুমার নাথ ও সাবেক ক্যাশিয়ার আবুল কাশেম।
আরও পড়ুন: চট্টগ্রামে দুদকের মামলায় দুই রাজস্ব কর্মকর্তা কারাগারে
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে দাঁতমারা ইউনিয়ন পরিষদ প্রথম ও দ্বিতীয় দফা মিলে মোট ৬০ দিন ২০০ টাকা হাজিরা প্রাপ্ত ৪১ জন শ্রমিকের ভুয়া নাম ব্যবহার করে ৬ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাৎ করে।
এ মামলায় আসামিরা প্রকল্পে ভুয়া শ্রমিক ও ভুয়া মাস্টার রোল তৈরি, শ্রমিকদের নামে ভুয়া হিসাব খুলে টাকা উত্তোলন করে।
২০১৫-২০১৬ অর্থবছরে চরম দারিদ্রদের জন্য ৪০-দিনের কর্মসংস্থান কর্মসূচির (ইউজিপিপি) অধীনে মোট ৬টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং বছরে মোট বরাদ্দ করা হয়েছে ৫৯ লাখ চার হাজার টাকা।
আরও পড়ুন: দুদকের মামলায় সস্ত্রীক সাবেক সাংসদ আউয়ালের জামিনের মেয়াদ বাড়ল