পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় ভাই ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থক মো. কামরুজ্জামান কামু এবারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। আর ছোট ভাই মো. শেখ কামাল আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই ভাই-ই নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী। আপন দুই ভাইয়ের ভোটযুদ্ধ নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। আগামী ১১ নভেম্বর তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, দুই ভাইয়ের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ চলছে। ফলে কেউই কাউকে ছাড় দেয়নি। একই পরিবার থেকে দুই ভাই প্র্রতিদ্বন্দ্বিতা করায় বিপাকে পড়েছেন পরিবারের লোকজন, আত্মীয়-স্বজনসহ পাড়া প্রতিবেশিরা।
কামরুজ্জামান কামু জানান, তিনি ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। গতবারও তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। মাত্র ৬৩ ভোটে পরাজিত হন।
তিনি বলেন, ‘আমি এলাকার মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছি। এলাকাবাসীর চাপে এবারও নির্বাচনে অংশ নিয়েছি।’
ছোট ভাই প্রার্থী হবে বিষয়টি পরিবারের কারও সাথে আলোচনা করেননি বলে তিনি জানান।
পড়ুন: ইউপি নির্বাচনের সহিংসতা: মানিকগঞ্জে আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার
অপরদিকে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মো. শেখ কামাল জানান, দলীয়ভাবে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে। দলীয় প্রতীক পাব এবং আমি নির্বাচনে প্রার্থী হবো এ বিষয়টি আমি তার কর্মী সমর্থকদের জানিয়েছিলাম। কিন্তু তারপরও তিনি প্রার্থী হয়েছেন।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আলী হোসেন জানান, এ ইউনিয়নে দুই ভাই ছাড়াও ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এখানে মোট ভোটার ৯ হাজার ১২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৬০০ এবং নারী ভোটার ৪ হাজার ৫২৬ জন। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
পড়ুন: মাগুরায় ভিজিএফের চাল আত্মসাত: ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা